অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন হাসপাতাল থেকে টেলি মেডিসিন সেবা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৫৩

remove_red_eye

৯৫৩

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহন হাসপাতাল থেকে দেশের প্রায় ৬৪ টি হাসপাতালে দেওয়া হচ্ছে টেলি মেডিসিন স্বাস্থ্য সেবা। সপ্তাহে প্রতি বুধবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত এ সেবা প্রদান করেন লালমোহন হাসপাতালের কনসালট্যান্ট চর্ম, যৌন, এলার্জি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ.কে.এম মাহবুবুল আলম।

টেলি মেডিসিনের মাধ্যমে সেবা প্রদানকারী ডা. এ.কে.এম মাহবুবুল আলম বলেন, ভোলা জেলার শুধু লালমোহন হাসপাতাল থেকেই দেশের প্রায় ৬৪ টি হাসপাতালে চর্ম, যৌন, এলার্জি ও মেডিসিন বিষয়ে সেবা প্রদান করা হয়। সপ্তাহের প্রতি বুধবার দেশের ৬৪ টি হাসপাতালে গড়ে ৮০ জন রোগীকে টেলি মেডিসিন সেবা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গার রোগীদের সেবা দিতে  পেরে নিজের থেকে খুব ভালো লাগছে। এভাবেই রোগীদের সেবা করতে চাই।

এ ব্যাপারে লালমোহন হাসপাতালের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা (টিএস) ডা. মো. মিজানুর রহমান বলেন, সরকার অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন নামের যে ডিজিটাল সেবা চালু করেছে তা অত্যন্ত মহৎ উদ্যোগ। সরকারের এমন উদ্যোগের কারণে দেশের যেসব হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার না থাকে তারা টেলি মেডিসিন সেবার মাধ্যমে সেবা গ্রহণ করতে পারেন।