অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের উপর হামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৯

remove_red_eye

৩০৪





 আত্মরক্ষার্থে পুলিশের গুলি,পুলিশসহ আহত-৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ভোলার চর এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় নৌ পুলিশের উপর জেলেরা হামলা চালিয়েছে। এ সময়  নৌ পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড সটগানের গুলি ছুড়ে । পরে অভিযান চালিয়ে  ১৮ জেলেকে আটক করেছে ।  শনিবার সন্ধ্যায় ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও ভোলা সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ইলিশা নৌ-থানা পুলিশের একটি টিম ট্রলার নিয়ে রাজাপুর ভোলার চর নামক এলাকায় অভিযানে যায়। এসময় কয়েকটি লাম্বা মাছ ধরার দ্রæতগামী ট্রলার  নিয়ে জেলেরা নদীতে মাছ ধরতে ছিলো। তখন পুলিশের টিম তাদেরকে ধাওয়া করলে তারা অতর্কিতভাবে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায় । এ সময় ইলিশা নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) ডালিম ও এ এসআই বিল্লাল হোসেনসহ ৪ জন আহত হয়। বাকী ২ জনের নাম জানা যায়নি। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন জানান, মৎস্য বিভাগের উদ্যেগে সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদÐ ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। এছাড়া ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, এসময় ৪টি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।








আরও...