অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ২০ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৯ রাত ০৮:৪১

remove_red_eye

৮২৩

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে ২০ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার দুপুরে বিআইডবিøটিএ এর অর্থায়নে লালমোহন লঞ্চ ঘাটে খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে এমপি শাওন বলেন, এ খালটি র্দীঘদিন যাবৎ খনন না করায় লঞ্চ চলাচলে বেঘাত ঘটতো। যার জন্য খালটি খননের উদ্যোগ নেয়া হয়। খনন কাজ শেষে এ খালে লঞ্চ চলাচলে আর কোনো দুর্ভোগ থাকবে না। লালমোহনের লঞ্চ যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে পণ্য আনা নেওয়া করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।