অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় হারিয়ে যাওয়া ১০ স্মার্ট ফোন উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২২ রাত ১০:১৫

remove_red_eye

২৭৭



ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় মোবাইল ফোন ব্যবহারকারিদের হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম হারানো মোবাইল ফোনের মালিকদের হাতে এ ১০টি ফোন তুলে দেন।
হারানো শখের মোবাইল ফোন হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মালিকরা। তারা জেলা পুলিশ সুপার ও  জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান।
এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মো. এনায়েত হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





আরও...