অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মিনিষ্টার মাইওয়ানের ১০৫ তম শো রুমের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৯ রাত ০৯:৪১

remove_red_eye

৭৬৮

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : আমার পণ্যআমার দেশ গড়বো বাংলাদেশ এ ই ¯েøাগান নিয়ে ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মোড় এলাকায় দেশের প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিষ্টার মাইওয়ানের ১০৫ তম শো রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মোশারেফ হোসেন ফিতা কেটে শো রুমের উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের ওয়েষ্টান-২ এর শো রুম বিভাগের জেনারেল ম্যানেজার মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আজিজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, মিনিষ্টার মাইওয়ানের গাজীপুর ও ত্রিশালের ২টি ফ্যাক্টরীতে প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ৪ হাজার পিছ ফ্রিজ ও অন্যান্য পণ্য যা শীঘ্রই রপ্তানী হতে যাচ্ছে। প্রতিষ্ঠানে প্রায় ৬ হাজার লোক প্রত্যক্ষ ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের ফ্রিজের ১২ বছরের কম্প্রেসারে রিপ্লেসমেন্ট,৭ বছরের ফ্রি হোম সার্ভিস,৬৬% বিদ্যুৎ সাশ্রয়ী,গøাস ডোর,বিল্ট ইন ষ্ট্যাবিলাইজারএলইডিতে আই প্রোটেক্টিভ প্রযুক্তি ওযুক্তি সংগত মূল্যসহ বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন পণ্য সরবরাহ করা হয় যা অন্যান্যদের তুলনায় সর্ম্পূন আলাদা। শো রুম উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারনের মধ্যে বিশেষ ডিসকাউন্টে নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয় করা হয়।