অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় মুক্তি পাওয়া ২০ আসামী রোপন করলেন তালগাছের বীজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২২ রাত ১০:২৬

remove_red_eye

২৫৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় সড়কের পাশে তালগাছের বীজ রোপনের শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামীকে তালগাছের বীজ রোপন করেছেন।  মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ভোলা-বরিশাল সড়কের পরানগঞ্জ সংলগ্ন ভেদুরিয়া অংশে পরানগঞ্জ সংলগ্ন সড়কে প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহ্ তত্ত¡াবধানে ওই মুক্তি পাওয়া আসামীরা প্রত্যেকে ২০ টি করে মোট ৪শ’ ৫০টি তালগাছের বীজ রোপন করেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোট-১ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার শর্তে মুক্তি পাওযা আসামীদের হাতে তালগাছের বীজ বিতরণ করেন। পরে প্রবেশনে মুক্তি পাওয়া আসামীরা প্রবেশন অফিসার ও জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ শাহ্ তত্ত¡াবধানে অটোতে করে পরানগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সেখানে তারা তালগাছের বীজ রোপন করেন। এ সময় বনবিভাগের তুলাতুলি বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন গাছ লাগানোর সহযোগিতা করেন। সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার আব্দুল মজিদ শাহর তত্ত¡াবধানে আসামীরা আগামী এক বছর তারা গাছগুলো পরিচর্যা করবেন।
ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলী হায়দার জানান, মাদক আসক্ত এইসব যুবক ও মানুষদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

প্রবেশন অফিসার আবদুল মজিদ শাহ জানান, এটি একটি মহৎ উদ্যোগ। তিনি এই সব ব্যক্তিদের তদারকির মাধ্যমে সমাজের উপকারে কাজ করার কথা জানান। এছাড়াও  মুক্তি পাওয়া আসামীরা সামাজিক কাজে উদ্ভুদ্ধ হবেন এবং তাদের ভুলগুলো সুদরে যাবে।

আসামীরা জানান ,এমন কাজ করতে পারায় তারা নিজেরে সংশোধনের সুযোগ পেয়েছেন। এ জন্য এরা আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে প্রথমে ১৩ জন ও পরে ৭ জন মাদক মামলার আসামীকে সড়কের পাশে তালগাছের বীজ রোপনের শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়।







আরও...