বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৫
৩৬০
বাংলার কণ্ঠ পতিবেদক : ভোলা-১ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক বাবুল মোল্লা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ও মেধাবী রাজনৈতিক নেতা ছিলেন। ১৯৯৬ এর নির্বাচনে ভোলা -১ আসন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ছিলেন। আজকের এই দিনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে ও সাজাও হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালিন তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলাম। তিনি ছিলেন তৎকালিন ভোলা মহকুমার মুজিব বাহিনীর প্রধান।
তিনি আরো বলেন, ১৯৯৬ সালে ভোলা-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু বাবুল যাতে নির্বাচন করতে না পারেন সে জন্য তাকে গুলি করে হত্যা করা করা হয়। ঢাকার জেল খানায় বসে একজন এ হত্যার জন্য একটি চিঠি লেখেন। কারন বাবুল যদি নির্বাচন করে তাহলে সে নির্বাচিত হতে পারবে না। সেই চিঠি এখনো রয়েছে। এই হত্যাকাÐের সাথে জড়িতদের বিচার হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী মারা গেছেন। তোফায়েল আহমেদ আরো বলেন, বাবুল মোল্লার স্মরনে ভোলায় তার নামে একটি কলেজ, স্কুল ও ব্রীজের নাম করন করা হয়েছে।
ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, কাউন্সিলর মো. শাহে আলম, ভোলা পৌর আওয়ামী লীগের সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমূখ। পরে দোয়া মোনাজাত করা করা হয়। উল্লেখ ১৯৯৬ সালের ১০ অক্টোবর ঢাকার পল্লবীতে নিজ অফিসের সামনে বাবুল মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক