অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় কঠোর নজরদারীর মধ্যে চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৬

remove_red_eye

৪৪১




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কঠোর নজরদারীর মধ্যদিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের দ্বিতীয় চলছে। দিন রাত জলে ও স্থলে অভিযান পরিচালনা করছে আইন  শৃঙ্খলরক্ষা বাহিনী।
আজ শনিবার সকাল থেকে ভোলা সদদর উপজেলার মেঘনার ইলিশা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এসময় নদীর পাশাপাশি বিভিন্ন ঘাটে গিয়ে জেলেদের নদীতে নামতে নিষেধ করেন। একই সময় তুলাতুলি, কাচিয়া সহ মেঘনার অপর এলকায়া অভিযান চালায় জেলা মৎস্য কর্মকর্তা। তবে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জেলেদেও নামতে দেখা যায়নি।  দ্বিতীয় দিনে জেলার অন্য উপজেলায়ও অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে জেলেরা দ্রæত সরকারি সহায়তার দাবি জানিযেছেন কর্মহীন জেলেরা।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।









আরও...