অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জলাতংক রোগ নির্মূলে কুকুরকে ভ্যাকসিন প্রদান শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৯:০২

remove_red_eye

২৮৩



হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় জলাতংক রোগ নির্মূল করার লক্ষ্যে ৫দিনব্যাপী কুকুরকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শহরের কালীবাড়ি মোড় এলাকায় শুক্রবার সকালে কুকুরকে জলাতংক প্রতিষধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজিত কুমার মন্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ কর্মসূচি পরিচালনা করছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজিত কুমার মন্ডল জানান, বিশ^ স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বিশ^ থেকে জলাতংক রোগ নির্মূল করার জন্যই এই কার্যক্রম শুরু করা হয়েছে। জলাতংক একটি খারাপ রোগ। এটি ৯৫ ভাগ ছড়ায় কুকুরের মাধ্যমে। এর ফলে মানুষসহ অনান্য প্রাণির মৃত্যুও হতে পারে। তাই কুকুরকে ভ্যাকসিন দিলে এটা নির্মূল সম্ভব।
তিনি আরো জানান, জেলার ৭ উপজেলায় ৬৯টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় একযোগে আজ সকাল থেকে কুকুরকে টিকা দেওয়া হচ্ছে। কুকুরের ভ্যকসিন হয়ে গেলে সেটায় লাল রং দেয়া হচ্ছে। এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।





আরও...