অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় বাজেটে বিশেষ অর্থ বরাদ্ধের দাবী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৯ রাত ১০:৩৬

remove_red_eye

৪৬০

বাংলার কন্ঠ প্রতিবেদক \  ভোলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় চাহিদা সমূহ চিহ্নিত করণ ও অর্থায়ন বিষয়ক নাগরিক সমাজের অংশ গ্রহণে ২০১৯-২০২০ সালের প্রাক বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলক কক্ষে কোস্ট ট্রাস্টের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজার এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, জেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ইন্দ্রজিৎ কামার মন্ডল, ভোলা লেডিস ক্লাবের সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, ভোলা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল উদ্দিন সুলতান, সাধারন সম্পাদক অমিতাভ অপু, সাবেক সম্পাদক সামস উল আলম মিঠু,সাংবাদিক নজরুল হক অনু,মোকাম্মেল হক মিলন, কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশেদা বেগম প্রমুখ।

সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়  ভোলার দুর্গম চরে মুজিব কিল্লা নির্মান,সাইক্লোন সেল্টার,বাঁধ নির্মান,খাল খনন,ড্রেন কালভাট রাস্তা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করা হয়। আগামী বাজেটে জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় বিশেষ অর্থ বরাদ্ধের জন্য দাবী জানানো হয়।

সেমিনারে প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি,শিক্ষক,এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।