অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:৩০

remove_red_eye

৩৩০



নিজস্ব প্রতিনিধি,তজুমদ্দিন : ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে উত্তর তজুমদ্দিন হতে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট পর্যন্ত আগামী ৭ অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনায় ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করছে মৎস্য বিভাগ। নিষিদ্ধকালীন সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ উপলক্ষে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের নিয়ে তজুমদ্দিনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  বিকাল ৪টায় তজুমদ্দিন মৎস্য কর্মকর্তা আমির হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম  । অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কোস্টগার্ড কমান্ডার মতিউর রহমান , তজুমদ্দিন আড়ৎ সমিতির সভাপতি হাসেম মহাজন,  মৎসজীবী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদি হাসান মামুন  প্রমুখ।