অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় গাঁজাসহ এক নারী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২৮

remove_red_eye

২৯২


মো: ইসমাইল : ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ফাতেমা বিবি (৩৫) নামে এক নারীকে আটক করেছে  ভোলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ভোলা সদর থানাধীন ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাইনগরের বাসিন্দা সানাউল্লাহর স্ত্রী ফাতেমা বিবির (আসামীর) নিজের বসতি ঘর ঘেরাও করে । এ সময় আসামি ফাতেমা বিবির  উপস্থিতিতে তার বসতি ঘর তল্লাশী করে তাঁর চৌকির উপর তোষকের নীচ হতে একটি ব্যাগের ভিতর থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা সংরক্ষণ করার অপরাধে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে বলেও জানান।





আরও...