অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় শিশু অধিকার পরিস্থিতি শিক্ষা ও বাল্যবিবাহ শীর্ষক মুখোমুখি সংলাপ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

২৩৯



ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা ও বাল্যবিবাহ শীর্ষক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ভোলা পুলিশ সুপার কার্যালয়ের  সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স শাখার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা রোধে নিরাপত্তা নিশ্চিত করতে হবে । পুলিশ সুপার এ সময় শিশু অধিকার বাস্তবায়নে শিশুদের প্রতি নির্যাতন সহিংসতা ও বাল্যবিবাহ রোধে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী দিনের শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে। ভোলা জেলা পুলিশ শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে এবং এতে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফরহাদ সরদার নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স ভোলা জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।





আরও...