অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় পূজা মন্ডপে নারী আনসারকে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২৬

remove_red_eye

২০৯



অচিন্ত্য মজুমদার : ভোলায় দুর্গাপূজা মন্ডপে কর্তব্যরত মহিলা আনসারকে শ্লীলতাহানির অভিযোগে বিকাশ দাস (৪৫) নামে এক মাতাল যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে শহরের কালিনাথ রায়ের বাজার লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরের পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার জানান, রাতে মাতাল অবস্থায় বিকাশ নামে এক যুবক শহরের কালিনাথ রায়ের বাজার লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরের পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা এক নারী আনসার সদস্যকে ইভটিজিং করার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, এঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) কাজল বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।





আরও...