অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা জেলায় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হলেন আল নোমান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২২

remove_red_eye

৩৭২



চরফ্যাশন প্রতিনিধি : ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন আল নোমান রাহুল। তিনি একবছর ধরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। চরফ্যাশন উপজেলার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করেন। কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করে গত সোমবার এ ঘোষনা দেন। জাতীয় পদক প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ে বাছাই সম্পন্ন হওয়ায় বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রমে তিনি অংশ গ্রহণের সুযোগ পেলেন। এ নির্বাহী কর্মকর্তা উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়ের সমস্যা চিহ্নিতকরন সহ সমাধানের উদ্যোগ গ্রহণ ও করোনা পরবর্তী শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগে উন্নিতকরন এবং ঝরেপড়ারোধে শিক্ষক ও অভিভাবক বৃন্দকে নানা পরামর্শ প্রদানসহ বিদ্যালয় আঙিনা সৌন্দর্য বৃদ্ধিতে উদ্যোগ নেন। তার এ কর্মসূচী গ্রহণে এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হওয়া ও বিদ্যালয়ে উপস্থিতির হার অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে একাধীক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন।