অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ রাত ১১:২১

remove_red_eye

২৪৮



হাসনাইন আহমেদ মুন্না : ‘সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার’ ‘মুজিব বর্ষের প্রত্যয় বাল্য বিবাহ আর নয়, প্রতিপাদ্য নিয়ে ভোলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, ভোলা সদর থানার ওসি মোঃ শাহিন ফকির পিপিএম,জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ইন্সপেক্টর  মোঃ বজলার রহমান প্রমূখ। অনুষ্ঠানে কন্যা শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, জাইমা রহমান,রাইসা ইসলাম,জাইমা ইসলাম।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী,এবং তিনি বিশ্বে এক উদাহরন একজন নারী কী করতে পারেন। বাংলাদেশ একজন নারীর নেতৃত্বে বিশ্বে রোল মডেল। বাংলদেশ নিয়ে আজ বিশ্বে আলোচনা হয়। বাংলাদেশকে দেখে শিখতে বলা হয় বিভিন্ন দেশেকে।  নারী জাতি ছাড়া এ পৃথিবী এতো সুন্দর হতো না। যে নারী জাতি ছাড়া আমাদের জন্ম সম্ভব না, যে জাতি ছাড়া আমরা আমরা একটা ক্ষনও কল্পনা করতে পারি না আমাদের উচিত তাদের শ্রদ্ধা করা।   
এদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এত বিশাল জনসংখ্যাকে অন্ধকারে রেখে কোন জাতি এগিয়ে যেতে পারে না। বর্তমান সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে মেয়েরা প্রশিক্ষন নিয়ে নিজের পায়ে দাড়াতে পারছে।





আরও...