অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় ১০ পূজামন্ডপে অনুদান দিলেন এমপি জ্যাকব


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ রাত ১০:৫০

remove_red_eye

৩০২



সর্তকতায় সিসি ক্যামেরা স্থাপন করলো প্রশাসন

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ১০টি পূজামন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিলেন এমপি জ্যাকব। এছাড়াও পূজামন্ডপে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও বাড়তি সর্তকতায় প্রত্যেক পূজামন্ডপে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এবার বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলায় ১০ টি পূজামন্ডপে পালিত হবে শারদীয় দুর্গা পূজা।
রোববার ও সোমবার ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রত্যেক পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে এমপি জ্যাকবের অনুদানের টাকা তুলে দেন উপজেলা আ’লীগের নের্তৃবৃন্ধ।
এমপি জ্যাকবের অনুদানের টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহম্মদ, উপজেলা আ’লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া।
 এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মাতাব্বর, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদারসহ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।