অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১৬ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

২৮৮




 ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এদেশে সকল ধর্মের মানুষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ৭১ এর পরাজিত শক্তি।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভুবন ঠাকুর শিব মন্দিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে শারদীয় দুর্গাপূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৬ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ-সব কথা বলেন এমপি শাওন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুপন চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র শিং এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।