অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দিয়েছি : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২২ রাত ১১:১৪

remove_red_eye

২৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দিয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অনেক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সাথে ছিলাম। তার সাথে আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি। তিনি আমাকে অনেক ¯েœহ করতেন।  তাই যে কয়দিন বেঁচে আছি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দিয়েছি।
শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল এক জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, বিএনপি আমলে কেবল লুটপাট হয়েছে। উন্নয় হয়নি। বিএনপি নেতা মোশারেফ হোসেন শাজাহান সাহেব এবং মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রী ছিলেন। কিন্তু ভোলার নদী ভাঙন বন্ধ হয়নি। আমরা আল্লাহর রহমতে ভোলার নদী ভাঙ্গন বন্ধ করেছি। আল্লাহই নদী ভাঙ্গন বন্ধ করেছেন। আমরা উছিলা মাত্র। তোফায়েল আহমেদ পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন,  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে যাচ্ছে। এই অভূতপূর্ব  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে জনগণের সমর্থন চান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মত ভোলাতেও ব্যাপক উন্নয়ন হয়েছ। নদী ভাঙ্গন থেকে ভোলাকে রক্ষায় বøক বাঁধ দিয়েছি। এখন স্বপ্ন হচ্ছে ভোলা-বরিশাল ব্রিজ তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিন ভোলা-বরিশাল ব্রিজও আমরা করবো  ইনশাআল্লাহ।

বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ  আজহার উদ্দিন কালুর সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু,  সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ।





আরও...