অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তোফায়েল আহমেদের পক্ষ থেকে ভোলা হাসপাতালের দরিদ্র্য রোগীদের ঈদ উপহার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে মে ২০১৯ রাত ১০:৫১

remove_red_eye

৬৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ভোলায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে গতকাল রবিবার সদর হাসপাতালে চিকিৎসাধিন গরীব দুস্তদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। দেড়শতাধিক দরিদ্র্যদের মাঝে এ উপহার তুলে দেন সিভিল সার্জন ডাঃ রর্থীন্দ্র নাথ মজুমদার, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম পরিচালক মোঃ সিরাজুল ইসলাম । অসহায় রোগীরা এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আওয়ামী লীগের প্রবীন রাজনীতিবিদ সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বর্তমানে সিংগাপুরে চিকিৎসাধিন। এ সময় তার রোগমুক্তিও কামনা করা হয়। তবে তিনি ৩০ মে দেশে ফিরবেন বলে জানান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
জেএসবি/বা.ক-২৬ মে-১৯