অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থ্য অসহায় ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪৫

remove_red_eye

২১৭

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগর সভাপতি ফজলুল কাদর মজনু মাল্লার সভাপতিত্ব অন্যদর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযাদ্ধা মোঃ শফিকুল ইসলাম, সদর উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযাগী সংগঠনর নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী শক্তি বার বার হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে  ক্ষতি করতে পারেনি। তাই আজ তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমরা তাঁর জন্য প্রাণ খুলে দোয়া করি, যাতে করে মহান আল্লাহ তায়ালা তাঁকে দীর্ঘজীবী করন। এবং সকল ষড়যন্ত্র থেকে  হেফাজত করেন।
পরে জেলা পরিষদ চত্বরে দুস্থ্য অসহায় ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু ও সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। 
অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চৌরাস্তার মোড়ে  কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মুনাজাত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী  শাওন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি  বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 





আরও...