অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভোলা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট এর রক্তদান কর্মসূচি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩১

remove_red_eye

২০৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুুপুরে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গনে ভোলা কলেজ রেড ক্রিসেন্ট  ইউনিট  এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন  ভোলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: এনায়েত উল্ল্যাহ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন, উদ্ভিব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু, কলেজ ইউনিটের প্রধান রিদয় প্রমুখ।
এসময় বক্তরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ এবং যুগোপযোগী সিদ্ধান্ত  গ্রহনের ফলেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু আজ উত্তাল পদ্মার বুকে জাতির গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তার মানবতার কারনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১০ লাখ মানুষ বাংলাদেশের ভূ-গন্ডে আশ্রয় পেয়েছে।তিনিই বাংলাদেশকে বিশ্ব দরবারে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছেন। তার জন্মদিন স্মরণ করে রাখতে মানব সেবায় নতুন প্রজন্মকে নিয়েজিত রাখতে ভোলায় এই ক্ষুদ্র আয়োজন করে রেড ক্রিসেন্ট এর কলেজ ইউনিট। 

 





আরও...