অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৩১

remove_red_eye

২৫৯

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতদল সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ ১০ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ‘এফ বি শিবসা’ নামক একটি দ্রæতগামী ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করা হয়। আটকতৃরা হলেন, মোঃ সিদ্দিকুর রহমান মোড়ল, আবুল হোসেন, মোঃ আঃ মান্নান, আবুল হোসেন সরদার, গোলাম রাবী গাজী, মোঃ সবুজ হোসেন, কেরামত করিকর, মোঃ নুরুল ইসলাম (খোকন), আব্দুল মালেক ও মোঃ আইয়ুব আলী মোল্লা। আটককৃতরা খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
আজ বুধবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরপিয়ালের মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ওই ১০ ডাকাতকে আটক করা হয়। পরে ডাকাতদের অস্ত্র ও মালামালসহ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।

 
 







আরও...