অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ৪ দিনেও অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার হয়নি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে মে ২০১৯ রাত ১১:০২

remove_red_eye

৭৩১

লালমোহন প্রতিনিধি ।।  ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরন করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার ৪ দিন পর রবিবার বিকাল পর্যন্ত অপহৃত ছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এমনকি অপহরণকারী শামিমকে গ্রেফতার করতে পারেনি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে সকাল ৮টার দিকে শামীম অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে ছাত্রীকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে জানতে পারে তারা তজুমদ্দিনে অবস্থান করছে। পরে লালমোহন থানায় ওই ছাত্রীর পিতা রেজাউল হায়দার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর অপহরণকারী শামিম বিভিন্ন মোবাইল ফোন থেকে বাদীকে হুমকি দিচ্ছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন রেজাউল হায়দার।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খাইরুল কবীর জানান, তজুমদ্দিনে আসামীর বাড়িতে তালা মেরে সবাই পালিয়েছে। তবে ছাত্রীকে উদ্ধার ও অপহারণকারীকে গ্রেফতারে পুলিশ জোর তৎতপরতা চালাচ্ছে। মোবাইল ট্রাকিংক করেও অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

জেএসবি/বা.ক-২৬ মে-১৯