অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ শুরু


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩৭

remove_red_eye

২৪৩


হাসনাইন আহমেদ মুন্না: জেলার উপজেলা সদরে উচ্চমূল্য ফসলের (ড্রাগন, ক্যাপসিক্যাম, গ্রীস্মকালীন টমেটো, মাল্টা, আনার) চাষাবাদ পদ্ধতি ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে রোববার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারেসুল কবির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: লুৎফর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, উচ্চমূল্যের বিভিন্ন ফসল চাষে ব্যাপক পরিশ্রম ও পরিচর্যার প্রয়োজন। সঠিক পরিচর্যার অভাবে কাঙ্খিত ফলন হতে কৃষকরা অনেক সময় বঞ্চিত হয়। তাই উন্নত প্রযুক্তি ব্যবহারে ব্যাপক ফলন পাওয়ার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক অংশ্রহণ করেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিন কৃষকদের মাঠ পর্যায়ে উন্নত প্রযুক্তির চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।






আরও...