অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ওমান থেকে এসে বিয়ে করা হলো না সুমনের, শাকিল ফিরল না ঘরে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২০

remove_red_eye

২৮৬

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. শাকিল (২১) ও মো. সুমন (২৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহত শাকিল সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে ও নিহত সুমন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
 
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভোলার সদর উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুমন স্থানীয় একটি বাজার থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা সুমন, রাসেল ও রিকশাচালক রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুমন ও রফিকুল ইসলামকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রাসেলকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
 
নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম জানান, সুমন ২০ দিন আগে ওমান থেকে বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছিলেন। ইতোমধ্যে কয়েকজন পাত্রীও দেখা হয়েছে। তার পরিবার আশা করছিল জমকালো আয়োজনে তার বিয়ে হবে। কিন্তু আকস্মিক এ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন ভেঙে গেছে।
 
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
অপরদিকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মো. শাকিল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু সুমন আহত হন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল রাতে সুমনকে নিয়ে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা বাড়ির কাছাকাছি পৌঁছলে পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাকিল ও সুমন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সুমন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, স্থানীয়দের সহায়তায় পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 





আরও...