অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও বলগেট জব্দ,৫ জনের ১৫ দিন কারাদন্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:২৯

remove_red_eye

২৭৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার ও ৭ টি বলগেটসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
আজ রবিবার ভোরের দিকে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে ড্রেজারসহ তাদের আটক করা হয়।আটকৃতরা ভোলা ও বরিশাল জেলার বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ভোলার ভেদুরিয়ার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার ও ৭টি বলগেটসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আলী সুজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত ড্রেজার ও বলগেটসহ আটকৃতদের ১৫ দিনের কারাদÐ দিয়েছেন। এছাড়া বলগেট ওড্রেজার নিলামে বিক্রি করা হয়।






আরও...