অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:০০

remove_red_eye

৩১৪

এইচ আর সুমন: মুন্সিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের গুলিতে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরশাখা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।  
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  শনিবার সকালে ও বিকালে শহরের মহাজনপট্টি যুবদল কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
এ সময় মিছিলটি জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কালিনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ হয়ে জেলা বিএনপি কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌসের  সভাপতিত্ব  বক্তব্য রাখেন জেলা যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন নাগর, আক্তার ফারুক বাচ্চু, জিয়াউদ্দিন জিয়া, ফয়জুল হক নকিব, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আবু সুফিয়ান ,মহিবুল্লাহ, আশরাফ উদ্দিন বাপ্পি, দপ্তর সম্পাদক মোঃ অলিউল্লাহ, ভোলা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
উভয় সমাবেশে বক্তারা বলেন, মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের হামলার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান।





আরও...