অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মে ২০১৯ রাত ১১:১০

remove_red_eye

৬৯৬


আহমেদ শফী, দৌলতখান ।। ‘আর নয় বাধাঁ সুস্থ্য পরিচ্ছন্ন মাসিক পরিচর্যার মাধ্যমে নারী ও কিশোরীদের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলার দৌলতখানে ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট বাংলাদেশের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইন্ট বাংলাদেশ পক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের স্পেশালিষ্ট মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ । এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুর নাহার বিনু, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দৌলতখান উপজেলা ওয়াশকো অর্ডিনেটর মোঃ জাহিদুজ্জামান জাহিদ, সেইন্ট বাংলাদেশের কামরুল ইসলাম আল আমিনসহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ঋতু কালীন সময়ে নারীর স্বাস্থ্য ব্যবহার বিধিও এর পরিচর্যা, ঋতুকালীন জটিলতা, অভ্যাস গত আচরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিক ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থী- অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুপ্তপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলার বিভিন্ন বয়সের প্রায় দেড় শতাধিক কিশোরী উপস্থিত ছিলেন।
জেএসবি/ ২৮ মে-১৯