অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় চোখের ডাক্তার দেখাতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মে ২০১৯ রাত ১১:২৬

remove_red_eye

৭৩২

জুয়েল সাহা বিকাশ ।। ভোলায় রোজা রেখে চোখের ডাক্তার দেখানোর উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোঃ নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ। নিহত নিজাম উদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মাতাব্বর বাড়ির মৃত আবির আলী ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মনিবার বাজার নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
স্থানীয়রা জানান, নিহত নিজাম উদ্দিনে কয়েকদিন ধরে চোখের সমস্যা দেখা দেয়। পরে মঙ্গলবার তিনি রোজা রেখে ভোলায় চোখের ডাক্তার দেখানোর উদ্যেশে বাড়ি থেকে রওনা হয়। মনিবার বাজার এলাকায় এসে গাড়ীতে উঠার জন্য রাস্তা পার হতে গিয়ে একটি দ্রæত চালিক যাত্রীবাহি মাহিন্দ্র তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার স্বীকার করে বলেন, ঘাতক মাহিন্দ্র ও তার ড্রাইভারকে আটকের জন্য আমরা চেষ্টা করছি। তিনি আরো বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষে এখন কোন মামলা দায়ের করা হয়নি।
জেএস/ ২৮ মে-১৯