অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় হারিয়ে যাওয়া ৯টি স্মার্ট ফোন উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:৩৯

remove_red_eye

৩২৩


আকতারুল ইসলাম আকাশ: ভোলায় হারিয়ে যাওয়া ৯টি স্মার্ট ফোন উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।  
 জানাযায়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে  জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান।
এসময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশ সুপার ও  জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।





আরও...