অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

২৬৪


হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ ‘আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২২’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন তত্ত¡াবধায়ক ডা: মো: লোকমান হাকিম।
এসময় বক্তব্য দেন, হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা: এইচ এম মাসুম বিল্লাহ, অর্থপেডিক্স কনসালটেন্ট ডা: মো: ফাইজুল হক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নিরুপম সোহাগ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এখন বর্ষার সময় সাপের গর্ত বা আবাসস্থল পানিতে তলিয়ে যায়। তাই সাপ মানুষের বসত ঘর বা লোকালয়ে চলে আসে। এ ক্ষেত্রে সর্পদংশনের রোগীদের আধুনিক চিকিৎসা সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে। ঝাড়-ফোক বা অপচিকিৎসা না নিয়ে তাদের হাসপাতালে আসতে হবে। অপচিকিৎসা অনেক সময় মৃত্যুর কারণ হয়। এ ব্যাপারে সবাইকে আরো বেশি সতর্ক হওয়ার আহবান জানান তারা।
অনুষ্ঠানে হাসপাতালের অনান্য চিকিৎসক, নার্স, ব্রাদার ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





আরও...