অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


২-০ গোলে এগিয়ে বাংলাদেশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৫২০

প্রথমবারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্বপ্নে  বিভোর  বাংলাদেশ নারী দল ফাইনালে  নেপালের  বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে। নেপালের দশরথ রঙ্গশালা  আন্তর্জাতিক স্টেডিয়ামে  সোয়া পাঁচটায় শুরু হওয়া ফাইনাল  ম্যাচে বদলী হিসেবে নেমে ১৪ মিনিটেই গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন  শামসুন্নাহার।  ৪১ মিনিটে করে দ্বিতীয় গোল করেন  কৃষ্ণা রানী সরকার।  ২ গোলে  এগিয়ে থেকে  বিরতিতে যায় বাংলাদেশ দল্
পুরো টুর্নামেন্টে স্বপ্নার জায়গায় ঋতুপর্না চাকমাকেই মাঠে নামাতেন কোচ গোলাম রাব্বানি ছোটন; কিন্তু আজই প্রথম শামসুন্নাহারকে মাঠে নামানো হলো এবং মাঠে নেমেই বাজিমাত করলেন তিনি। হয়ে গেলেন সুপার সাব।
৪১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে যান অধিনায়ক সাবিনা। তার পাস থেকে গোল পোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো কৃষ্ণা রানী সরকার বল পেয়ে যান এবং খুব সহজেই নেপালের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি।
বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না (শামসুন্নাহার জুনিয়র)।

সুত্র বাসস