অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক সম্প্রীতির বন্ধন ধরে রাখার আহবান: তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৫০

remove_red_eye

২৭৫




ভোলায় সামাজিক  সম্প্রীতি সভা



বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে অস্প্রদায়িক চেতনা নিয়ে। মহান মুক্তিযুদ্ধ যখন করেছি, তখন কে হিন্দু , কে মুসলিম , কে বৌদ্ধ তা ভাগ করা হয় নি। আজ একটি চক্র ভেদাভেদ করার চেষ্টা করছে। এমন ভেদাভেদ যাতে করতে না পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।  মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক সম্প্রীতির  বন্ধন  ধরে রাখার আহŸান জানান প্রবীন এই নেতা।  রবিবার ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন তার বক্তব্যে বিএনপি সরকারের আমলে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় হিন্দু পরিবারের উপর যে নারকীয় বর্বরতা ঘটিয়ে ছিল তার চিত্র তুলে ধরে বলেন , ওরা আবারও ওই চক্রান্ত করছে।  বিশেষ অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার বক্তব্যে বলেন, যে কোন মূল্যে  সামাাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে। আমাদের সমাজে ঘাপটি মেরে থাকা কোন চক্র যাতে ধর্মীয় ইস্যু নিয়ে সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকার আহŸান জানান তিনি।
জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন,  ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু,  লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ বেলায়েত হোসেন, প্রবীন সাংবাদিক এম এ তাহের, সাবেক অধ্যক্ষ হুরুল আমিন জাহাঙ্গীর,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ণ ঐক্য পরিষদের আহŸায়ক অবিনাশ নন্দী, আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম প্রমুখ।





আরও...