অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ১৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৫৯

remove_red_eye

২৯৫


বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় কোস্টগার্ড ২ দিনে পৃথক অভিযান চালিয়ে ৪৪ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জব্দ করেছে।  জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৫ কোটি  টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কোস্টগার্ডের একটি টিম লালমোহনের নাজিরপুরের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ন তল্লাশী করে প্রায় ১৬ লাখ ৮০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি ৮৮ লাখ টাকা। এসময় কারেন্ট জালের সাথে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।  জব্দকৃত জাল দুপুরে ভোলা সদরের সদুর চর এলাকায় মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও শুক্রবার বিকেলে ভোলার শহরের তিন খাম্বা এলাকায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস নামে ওই কুরিয়ার থেকে প্যাকেট ভর্তি ২৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি ৬২ লাখ টাকা। পরে ওই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।





আরও...