অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

৫১৩

সভাপতি মাওলানা মোঃ মুজির উদ্দিন সম্পাদক মাওলানা মোঃ নুরে আলম

এইচ আর সুমন : ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিনকে সভাপতি এবং বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম কে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ২৫ সদস্য  বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় বড় জামে মসজিদে  সভায় এ কমিটি গঠন করা হয়। এছাড়া ও সভায় ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, দৌলতখানের চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার, জামেয়া ইসলামিয়া মোহাম্মদিয়া গোরস্থান মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মহিউদ্দিন, পীর সাহেব পাতাবুনিয়া মাওলানা মাহবুবুর রহমান ওসমানী, দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল্লাহ, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার হেড ফকিহ আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ উল্লাহ।
২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন সভাপতি, সহ সভাপতি পদে রয়েছেন ৬ জন জামেয়া মোহাম্মদীয়া দারুছুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা মোঃ শফিউদ্দিন, বকুলতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, আলীনগর আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ আমিনী,  দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুজাফর আব্দুল্লাহ, বড় জামে মসজিদদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম সম্পাদক, জামেয়া সিরাজুলউলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমান সহকারী সম্পাদক, যুগ্ন সম্পদক পদে ৩ জন উম্মেকুলসুম মহিলা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান চৌধুরী, দারুল উলুম কাবিল মিয়া মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোঃ কামাল উদ্দিন, জালাল আহাম্মেদ কিন্ডারগার্টেন মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আক্তার হোসেন ভুইঁয়া, জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া গোরস্থান মাদরাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী সাংগঠনিক সম্পাদক, তানজিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক,মেদুয়া কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ আনোয়ার হোসাইন প্রচার সম্পাদক, সহকারি প্রচার সম্পাদক ২ জন ভোলা আলীয়া মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হাসান,নুরানি তালিমুল কোরআন বোর্ড ভোলা অঞ্চলের পরিদর্শক মাওলানা মোঃ নুরুল্লাহ তাহেরী, উম্মে ছালমান মাখজানুল কোরআন মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল্লাহ অর্থ - সম্পাদক, দারুলউলুম রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান দপ্তর সম্পাদক, শান্তির হাট কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ কবির আহাম্মেদ সমাজ কল্যান সম্পাদক,  এছাড়া সদস্য পদে রয়েছেন ৫জন দারুল উলুম কাবিল মিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ ইয়াকুব আলী জিহাদি, মিল বাজার কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ হাসনাঈন, ইকরা বাংলাদেশ ভোলা শাখার অধ্যক্ষ মাওলানা মোঃ ইস্রাফিল, জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ আদনান, পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহেদুল ইসলাম ।





আরও...