অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৪

remove_red_eye

৩২২

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় বিভিন্ন মডেলের ১১ টি চোরাই এ্যানড্রয়েড মোবাইল ফোনসহ সোহেল (৩০) নামে এক চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই মোবাইল বিক্রির ২০ হাজার ৯শ ৫০ টাকা তার কাছ থেকে জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টায় দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সোহেল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। ব্যাপারে গ্রেফতার ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী সোহেলকে শুক্রবার জেল-হাজতে পাঠানো হয়েছে।

দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন  শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, আটক সোহেল ঢাকা সিটিতে ছিনতাই চুরি হওয়া দামী এ্যানড্রয়েড মোবাইল ফোন চোর চক্রের কাছ থেকে কম দামে কিনে দৌলতখানে এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই মোবাইল বিক্রির ২০ হাজার ৯শ ৫০ টাকা জব্দ করা হয়। ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে শুক্রবার জেল-হাজতে পাঠনো হয়েছে।