অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় কু‌রিয়ার থে‌কে ৯ কো‌টি ৬২ লাখ টাকার কা‌রেন্ট জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:১০

remove_red_eye

৩৩০

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় এক‌টি কু‌রিয়ার থে‌কে ২৭ লাখ ৫০ হাজার মিটার অ‌বৈধ কা‌রেন্ট জাল জব্দ ক‌রে‌ছে কোস্টগার্ড। জব্দকৃত কা‌রেন্ট জা‌লের আনুমা‌নিক মূল‌্য প্রায় ৯ কো‌টি ৬২ লাখ টাকা ব‌লে জা‌নি‌য়ে‌ছে কোস্টগার্ড।

আজ শুক্রবার বি‌কে‌লে ভোলার শহ‌রের তিন খাম্বা এলাকায় জননী এক্স‌প্রেস পা‌র্সেল সা‌র্ভিস না‌মে ওই কু‌রিয়ার থে‌কে এ জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লে. কেএম শা‌ফিউল কিঞ্জল জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা শহ‌রের তিন খাম্বা এলাকার জননী এক্স‌প্রেস পা‌র্সেল সা‌র্ভিস না‌মে কু‌রিয়া‌রের তল্লাশী চালায়। এসময় আমরা ২ হাজার ৭৫০ প‌্যা‌কেজ ভ‌র্তি ২৭ লাখ ৫০ হাজার মিটার অ‌বৈধ কা‌রেন্ট জাল জব্দ ক‌রি। জব্দকৃত জা‌লের মূল‌্য প্রায় ৯ কো‌টি ৬২ লাখ টাকা।

তি‌নি আ‌রো জানান, জব্দকৃত জাল সন্ধ‌্যায় মৎস‌্য বিভা‌গের উপ‌স্থি‌তি‌তে আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়।





আরও...