অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বজ্রপাতে এজেন্ট ব্যাংকের পরিচালকের মৃত্যু


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:১১

remove_red_eye

২৯৫


তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে স্থানীয় একটি এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুর রাজ্জাকের (৪০) মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোলকপুর গ্রামে সুপারির বাগানে এঘটনা ঘটনা ঘটে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আ: রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি পারছিলো। এ সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে আ: রাজ্জাক গুরুত্বর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ছাড়াও হানিফ ও মঞ্জু নামের দুইজন আহত হয়েছে  বলে জানা গেছে। বজ্রপাতে আব্দুর রাজ্জাক নিহত হওয়ার ঘটনা তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) মো: রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।