অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


দৌলতখানে দুস্থদের মাঝে এমপি মুকুলের শাড়ী বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০১৯ বিকাল ০৫:০০

remove_red_eye

৫২৭

দৌলতখান প্রতিনিধি ॥ ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল শনিবার দৌলতখান উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার দশ হাজার দুস্থ মহিলাকে ঈদ শুভেচ্ছা হিসেবে দশ হাজার শাড়ী প্রদান করেন। পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ভিন্ন ভিন্ন বিতরণ অনুষ্ঠানে এমপি মুকুল ব্যক্তিগত অর্থায়নে এসব শাড়ী বিতরণ করা হয়। এসময় এমপি মুকুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হতো। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্ত্বে আমরা সফল হবোই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান মনজুর আলম খান, ইউএনও জিতেন্দ্র কুমার নাথ, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার, ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান, উপজেলা যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার, যুবলীগ সম্পাদক ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমুখ।