অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


এই দেশ সম্প্রীতির দেশ: তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:২১

remove_red_eye

২৫৫



 ভোলায় সামাজিক সম্প্রীতি সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন এই দেশটি সম্প্রতির দেশ। আমরা ছোটবেলা থেকেই হিন্দু -মুসলমান সকলের সম্প্রতির বন্ধন দেখেছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করছি।  তিনি নিজ জেলা ভোলাকে সুন্দর পরিবেশের একটি জেলা বলেও উল্লেখ করেন।  এমন পরিবেশ যাতে বিনষ্ট হতে না পারে এ জন্য সকলকে সহমর্মিতায় কাজ করতে হবে বলেও জানান প্রবীন এই নেতা।  বৃহস্পতিবার দুপুরে ভোলায় উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
 ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের  সভাপতিত্বে ওই সভায়  বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, ভোলা থানার ওসি শাহীন ফকির, উপজেলা আওয়ামী লীগ সাংঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা ঈমাম সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন,  ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুর , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রæব হাওলাদার, কলেজ শিক্ষক খাদিজা আক্তার স্বপ্না প্রমুখ । সভায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান।





আরও...