অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী আবদুল মমিন টুলু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৫৫৬




বিনা প্রতিদ্বন্দিতায়  নির্বাচিত ঘোষনার অপেক্ষায়


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবদুল মমিন টুলু ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার আর কোন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েনি। ফলে চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মমিন টুলুই একক প্রার্থী। তিনি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। আবদুল মমিন টুলু এর আগেও জেলা পরিষদে টানা দুই বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।   এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিসার সৈয়দ সফিকুল হক সাংবাদিকদের জানিয়েছেন, জেলা পরিষদের চেয়ারম্যান  পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবদুল মমিন টুলু বুধবার ( ১৪ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেন। এ পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেন নি। মনোনয়নপত্র  যাচাই বাছাই এর পর এদের বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত বলে ঘোষনা করা হবে।

জানা যায়, চেয়ারম্যান পদে একটি ও সাধারন সদস্য ৭  পদের বিপরীতে ১০টি ,  নারী সদস্য ৩ পদের বিপরীতে  ৫ট মনোনয়নপত্র জমা পড়েছে।  এদিকে সাধারন সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন পুরুষ সাধারণ ওয়ার্ড-১ (ভোলা সদর) ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার  ও  অধ্যক্ষ হুমায়ুন কবির। সাধারন-২ মোঃ খায়রুল হাসান খোকন, ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর।  সাধারন ওয়ার্ড-৩ ( বোরহানউদ্দিন ) এমএন আব্দুল্লাহ ও নুরুল আমিন নিরব মিয়া ।  একক প্রার্থী হয়েছেন সাধারন ওয়ার্ড-৪ ( তজুমদ্দিন) মোঃ হাছান, একক প্রার্থী । সাধারন ওয়ার্ড-৫ ( লালমোহন ) আনোয়ারুল ইসলাম রিপন । ওয়ার্ড-৬  চরফ্যাশণ উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। ওয়ার্ড-৭ ( মনপুরা) একেএম শাজাহান।  সংরক্ষিত-১ ওয়ার্ডে একক প্রার্থী খাদিজা আক্তার স্বপ্না। সংরক্ষিত-২ সালমা জাহান ও সাবিনা ইয়াসমিন । সংরক্ষিত-৩ মিসেস লাভলী হাওলাদার ও কামরুন নাহার ।   সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। যাচাই বাচাই শেষে প্রার্থীদের নাম চুড়ান্ত করা হবে।  আগামী ১৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে ।   ভোটার সংখ্যা রয়েছে ৯৮২ জন।
এদিকে আবদুল মমিন টুলু প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, তিনি বিগত দিনে নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলা পরিষদের তহবিলে ১০ কোটি টাকার স্থায়ী আমানত করেছেন।  তার আমলে জেলা পরিষদের নিজস্ব আয় বেড়েছে। পরবর্তি সময়েও  তিনি জেলা পরিষদে দেশ সেরা পরিষদে পরিনিত করতে কাজ করবেন। তার সাজানো জেলা পরিষদ চত্বর বর্তমানে পর্যটনের অংশ বলেও তিনি মনে করেন। তার বিজয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলার অভিভাবক  ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের প্রতিকৃতজ্ঞতা জানান।





আরও...