অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে পূজা উদযাপন কমিটির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা।


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৫

remove_red_eye

২৯০

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার রাতে তজুমদ্দিন থানার আয়োজনে থানা কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন, ফেসবুকের গুজব প্রতিরোধ, স্বেচ্ছাসেবক টিম গঠনসহ সরকারি নির্দেশনা পালনে সকলের সহযোগিতা কামনা করেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ।
 
এসময় বক্তব্য রাখেন ওসি তদন্ত রফিকুল ইসলাম, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রুপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক বাবু মিটুল চন্দ্র শিং, মন্দির কমিটি সভাপতি বিমল বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মনির নয়ন প্রমূখ । এছাড়া সাংবাদিকসহ ১৬ টি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।