অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইউপি সদস্যের অনিয়মের নিউজ শেয়ার করায় যুবককের উপর হামলা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২২

remove_red_eye

৩২০

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে ইউপি সদস্য'র অনিয়মের নিউজ লিংক শেয়ার করায় অনিকুল ইসলাম শাহিন(৩২) নামে এক যুবককে হামলার অভিযোগ  উঠেছে । গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  দিনগত রাত সাড়ে  আটটার দিকে   এ হামলার ঘটনা ঘটে।  অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার  রাতে দক্ষিণ  জয়নগর ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য আবদুল ওহিদের ছেলে শাহিন  মোটরসাইকেলে স্থানীয়   নুরমিয়ার হাটে যায়। এর কিছুক্ষণ পরই উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি  সদস্য  তানজিল হোসেন মামুন ও তার  ভাই  মাসুমের নেতৃত্বে  ৫/৬ জন শাহিনের ওপর হামলা করা হয়। এসময় হামলাকারীরা  লাঠিসোঁটা নিয়ে শাহিনকে এলোপাতাড়ি  পিটিয়ে  আহত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে  জখম হয়।  পরে স্থানীয়রা  হামলাকারীদের হাত থেকে তাঁকে  উদ্ধার  করে দৌলতখান হাসপাতালে  ভর্তি করেন।  আহত শাহিন জানান, সম্প্রতি ইউপি সদস্য তানজিল  হোসেন মামুনের ভাই মাসুমকে নিয়ে একটি  পত্রিকায় নির্মানাধীন ভবনের মালামাল চুরির বিষয়ে সংবাদ  প্রকাশিত  হয়। ওই নিউজ ফেসবুকে  শেয়ার করায় তাঁর  ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ  করা হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য  মামুন জানান,  হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ জাকির হোসেন বলেন, অভিযোগ  পেয়েছি।  তদন্ত  সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।