অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কোটি টাকার অবৈধ জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪৩

remove_red_eye

৪২৩

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে ৪ লাখ মিটার অবৈধ মসুরি জাল ও দুইটি পাই জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার ইলিশা ও দৌলতখান উপজেলার বেতুয়া এবং নৈইমুদ্দিন এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, আমরা কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ ও পুলিশ সদস্যদের নিয়ে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় অভিযান পরিচালনা করি। এসময় জেলেদের কাছ থেকে ৪ লাখ মিটার অবৈধ মসুরি জাল ও দুইটি পাই জাল জব্দ করি। তবে জরিতদের আটক করা যায়নি। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।