অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে সামাজিক সম্প্রীতি সমাবেশ


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

২৭০

হাসনাইন আহমেদ মুন্না : জেলার লালমোহন উপজেলায় আজ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলনে মানুষের সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি পারশ^পারিক সৌহার্দ ও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, শহর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন তার ৪ মূলনীতির মধ্যে অসাম্প্রদায়ীক বাংলাদেশ অন্যতম। যদিও বিএনপি আমলে এই সম্প্রীতি বিনিষ্ট হয়েছে। বর্তমান সরকারের টানা প্রায় ১৪ বছরের শাসণামলে সাম্প্রদায়ীক সম্প্রীতি ফিরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সকল মানুষ শান্তিপূর্ণভাবে  বসবাস করছে।
তিনি আরো বলেন, সামনে আমাদের শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। তাই কেউ যাতে আমাদের এই সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহীত, শিক্ষকসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এর আগে এমপি শাওন উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।





আরও...