অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের ইফতার ও পুন:মিলনী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ০২:৩৪

remove_red_eye

৬৫৭

বাংলার কন্ঠ প্রতিবেদক \ ভোলা সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে  ইফতার মাহফিল ও পুন:মিলনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভোলা শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে এই ইফতার ও পুন:মিলনি অনুষ্ঠিত হয় । ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়  এসএসসি ২০১০ ব্যাচ  ইফতার মাহফিল ও পুন:মিলনি অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী এ্যাড: ফাহিম হকের সভাপতিত্বে  ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়  এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থী জেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অমি, ডা: আহসান হাবিব নোমান ,ডা: ফাহমিদ খান সাকিব, ডা: নাহিয়ান ইমতিয়াজ অপু, ডা:সাদ্দাম হোসেন, ডা: সোলায়মান শুভ, ইঞ্জিনিয়ার মেহেদি রহমান (বুয়েট), ইঞ্জিনিয়ার  আসরাফ (টেক্সটাইল), ইঞ্জিনিয়ার আবু নাইম সাকিব, ইঞ্জিনিয়ার মো: রিফাত , ইঞ্জিনিয়ার মো:জাহিদ (মেরিন), ইঞ্জিনিয়ার মো: জোবায়ের, এ্যাড: মেহেদি হাসান শুভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শামিম ফেরদাউস অপি, কৃষিবিদ মো:শাওন, বিমান সেনা অফিসার মো: দিদার , সাংবাদিক এম মইনুল এহসান, সাচি আরাফাত চৌধূরি, আবদুল্লাহ হক , মিরাজুল ইসলাম ,শফিউল আজম , আসাদুল হক, শিহাব, পান্ত দে, দ্বীপ সাহা, ফারহান ইসরাক ইষান, মেহেদি হাসান, মো: সাদি , তানভির , জুলকার নাইন,তাহসিন আহমেদ আপন, আসহাবুল আমিন অনিক , আবি আবদুল্লাহ বাবু, আসিফ চৌধূরি  সহ ভোলা সরকারী স্কুল ২০১০ ব্যাচের অন্যান্ন শিক্ষার্থি বিন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সমন্বয়কারী এ্যাড: ফাহিম হক বলেন ,সকলের সম্মিলিত চেষ্টাই এই ইফতার ও পুন: মিলনি অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে । সকলেন  চেষ্টা অব্যাহত থাকলে আমরা প্রতি বছরই এই ইফতার মাহফিল ও পুন:মিলনি অনুষ্ঠান করে যাব এবং এর পাশাপাশি আমাদের ব্যাচের সকলে মিলে নিজেদের সাধ্যমত ভোলার বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক মুলক র্কমকান্ডে অংশগ্রহন করে যাব ।