অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ‘ফণী’তে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি শাওনের টিন ও অর্থ বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ০২:৩৫

remove_red_eye

৫১৭

লালমোহন প্রতিনিধি \ ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্থ ৩২ পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন। সোমবার সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ চত্ত¡রে ক্ষতিগ্রস্থদের মাঝে ৫৪ বাÐিল টিন এবং ১ লক্ষ ৬২ হাজার টাকার চেক বিতরণকালে এমপি শাওন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে একটি পরিবারও গৃহহীণ থাকবে না। ঝড়, বন্যা যতই আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থদের পাশে আছে। অসহায়দের মুখে হাসি ফোটানোই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ণ। খাদ্য উদ্বৃত্ত দেশ। দারিদ্রতার হার কমেছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। দূর্ণীতেতে ৫ বার চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। তাই বিএনপি আজ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এদেশের মানুষ তাদের বয়কট করেছে।

এমপি শাওন এসময় ৩০০ জনের মাঝে শুকনো খাবার ও ভিজিএফ চাল বিতরণ করেন। পরে উপজেলার বদরপুর ও লালমোহন ইউনিয়নে ঈদের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন। এছাড়া এমপির পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব নুরুল ইসলাম কওমী মাদ্রাসায় ৩০০ ছাত্র-ছাত্রীর মাঝে ঈদের পোশাক বিতরণ করেন।

এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি উপস্থিত ছিলেন।