অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ০২:৩৭

remove_red_eye

৬৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশ লাইনে ইফতার মাহফিলে প্রধান অতিথির ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

প্রধান অতিথির তার বক্তেব্যে বলেন,  ভোলা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল জেলার চেয়ে অনেক ভাল এবং সুনিয়ন্ত্রিত ।  ভোলার পুলিশের কর্মকর্তাগণ অত্যান্ত দক্ষতা ও  নিষ্ঠার সাথে ভোলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত করে যাচ্ছেন। এসময় তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন  ভোলা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা সিভিল সার্জন রথীন্দ্র নাথ মজুমদার তোফায়েল আহমেদরে সহধর্মীনী মিসেস আনোয়ারা আহমেদ, কন্যা তাসলিমা জামান আহমেদ মুন্নি,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদের প্যানল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনঞ্জুল আলম খান, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান  মোঃ ইউনুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ,  ভোলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও বাংলাদেশ বেতার প্রতিনিধি এম হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও উপজেলা সাবেক কমান্ডার মোঃ ওহিদুর রহমান, ভোলা জজ কোটের পিপি সৈয়দ আশ্রায় হোসেন লাভু, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক গোলাম মোশেদ কিরন তালুকদার , পৌর কাউন্সিলর গন, জেলা পুলিশের উর্ধতন কর্মকতাগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।