বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:১২
২৮৯
বাংলার কন্ঠ প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো নির্দলীয় সরকার আর হবে না। আর কারো কথায় নির্বাচন কমিশন বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে।
সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, আগামী নির্বাচনের (সংসদ) আর মাত্র এক বছর কয়েক মাস বাকী আছে। এই এক বছরকে নির্বাচনের বছর হিসাবে চিহ্নিত করে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। এক সাথে থেকে দলকে সু সংগঠিত করতে হবে। আওয়ামী লীগের জীবন হলো সংগঠন। আওয়ামী লীগের জীবন হলো কর্মী বাহিনী।
তিনি বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগের একটানা ১৪ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। গ্রাম শহরে পরিনত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে। অন্দকার দূর হয়েছে। পদ্ধা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে। কেউ কখনো চিন্তা করতে পারেনি। বাংলাদেশে বিদেশীরা আসলে অবাক হয়ে যায়। ভোলার নদী ভাঙ্গন রোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভোলায় প্রচুর পরিমান প্রাকৃতিক গ্যাস রয়েছে। ভোলা-বরিশাল সেতু হলে এই প্রাকৃতিক গ্যাস নিয়ে জাতীয় গ্যাসের সংকট দূরকরন সম্ভব হবে। ভোলার গ্যাস দিয়ে অনেক শিল্পকল কারখানা হবে।
বেগম সাজেদা চৌধুরীকে বড় মাপের নেতা ও দলের দুর্দিনের কান্ডারী বলে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার ভোলায় দলীয় কর্মী সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিন দিনের দলীয় কর্মসূচিতে যোগ দিতে ভোলায় আসেন তোফায়েল আহমেদ। এ সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরীর মৃত্যুর সংবাদ পেয়ে শোক জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন । তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান যখন ক্ষমতায়, তখন আওয়ামী লীগকে সংগঠিত করতে দলের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয় সাজেদা চৌধুরীকে। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সাজেদা চৌধুরীর আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। আওয়ামী লীগের জন্য তার অনেক অবদান রয়েছে। আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করব। তার কর্মকালীন সময়ের জন্য তিনি নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবেন।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব,বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুর,ভেদুয়িায়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল হাই মাষ্টার, দীনয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীগের পৌরসভাসহ ১৩ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক